রাজবাড়ী: রাজবাড়ীর পাংশায় আসামি ধরতে গিয়ে পুলিশের ওপর হামলার ঘটনায় দুই পুলিশ সদস্য আহত হয়েছে। বৃহস্পতিবার সকালে বিষয়টি নিশ্চিত করেছে পাংশা মডেল থানার ওসি মোঃ সালাহউদ্দিন।
গতকাল সন্ধ্যায় উপজেলার পাট্টা ইউনিয়নের পাট্টা বিলপাড়া এলাকায় এ ঘটনা ঘটে।এঘটনায় আলম শেখ নামের একজনকে গ্রেপ্তার করেছে।
আহত দুই পুলিশ সদস্য হলো,এস আই মো. নজরুল ইসলাম ও কনস্টেবল আতোয়ার রহমান। তারা চিকিৎসাধীন রয়েছে।
পুলিশ জানায়, গতকাল পাংশা মডেল থানার এস আই মো. নজরুল ইসলামসহ পুলিশের একটি দল চাঁদাবাজি ও হামলা মামলার আসামিদের গ্রেপ্তার অভিযানে যান। পাট্টা বিলপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের কাছে পৌঁছালে পুলিশকে লক্ষ্য করে গুলি,ইট-পাটকেল ও ককটেল নিক্ষেপ করে হামলাকারিরা। এসময় সন্ত্রাসীদের ইটের আঘাতে এস আই মো. নজরুল ইসলাম ও কনস্টেবল আতোয়ার রহমান আহত হয়।
পরে অতিরিক্ত পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে ।এ ঘটনায় আইনগত ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে।
