স্টাফ রিপোটার : সন্ত্রাসীদের হাতে নিহত নির্ভীক সাংবাদিক ও সমকাল নিজস্ব প্রতিবেদক প্রয়াত গৌতম দাসের ২০ তম মৃত্যুবার্ষিকী পালিত নানা আয়োজনের মধ্য দিয়ে।
সোমবার দিনটি উপলক্ষ্যে ফরিদপুর শহর ও গৌতমের গ্রামের বাড়ি ভাঙ্গায় গৌতমের প্রতিকৃতি ও সমাধিতে ফুলেল শ্রদ্ধা জানানো হয় ।
গৌতম দাস হত্যার ২০ তম বার্ষিকীতে
সোমবার সকালে চন্ডিদাসদী গ্রামে গৌতমের সমাধিতে সমকাল সুহৃদ সমাবেসসহ বিভিন্ন সংগঠনের পক্ষ থেকে পুষ্পার্ঘ্য অর্পণ ও শ্রদ্ধা নিবেদন করা হবে। এছাড়া নিহত গৌতম দাসের ভাই-বোনদের উদ্যোগে ভাঙ্গার চন্ডিদাসদী গ্রামে পারিবারিকভাবে ধর্মীয় ও সামাজিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। এদিন বেলা ১১টায় ফরিদপুর প্রেসক্লাবের উদ্যোগে গৌতম দাসের প্রতিকৃতিতে পুষ্পমাল্য অর্পণ ও স্মরণসভার অনুষ্ঠিত হয়। এছাড়াও গৌতম দাসের স্ত্রী দিপালী দাসের উদ্যোগে দুপুরে শহরের বান্ধবপল্লিতে ধর্মীয় অনুষ্ঠান, প্রার্থনা ও শিশুদের মধ্যে খাদ্য বিতরণ করা হয়েছে বলে জানিয়েছে ফরিদপুর সমকালের নিজস্ব প্রতিবেদক হাসানউজ্জামান।
২০০৫ সালের ১৭ নভেম্বর ফরিদপুর শহরে দৈনিক সমকাল ব্যুরো অফিসে শ্বাসরোধ করে হত্যা করা হয় গৌতম দাসকে। সমকালের পক্ষে সেদিন ফরিদপুর কোতয়ালী থানায় হত্যা মামলা দায়ের করেন স্থানীয় প্রতিনিধি হাসানউজ্জামান।এর আট বছরপর ২০১৩ সালের ২৭ জুন ঢাকার এক নম্বর দ্রুত বিচার ট্রাইব্যুনালের বিচারক শাহেদ নূরউদ্দিন গৌতম দাস হত্যা মামলার রায় ঘোষণা করেন। রায়ে নয় জন আসামির সবাইকে যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া হয়। ফরিদপুর শহরের প্রধান সড়ক মুজিব সড়কের সংস্কার কাজে ঠিকাদারদের দুর্নীতির সংবাদ প্রকাশ করায় তাঁকে পরিকল্পিতভাবে হত্যা করা হয়।
